অনলাইন ভিত্তিক লিঙ্গ সহিংসতা: কথা (চার)

মাইয়া না বেডা- এরকম কথা শুনতে তো হয় রাস্তাঘাটে সবাই জায়গায়। কিন্তু অনলাইনে আমার হেনস্তার পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে।

নিজেকে ননবাইনারি হিসেবে দাবি করলেও, এই সমাজে আমাকে গ্রহণযোগ্যতা নেই। তারা বলে, “তোমার দেহ একজন পুরুষের, একজন পুরুষের মতো ব্যবহার করো।

অনলাইনে জেন্ডার বেসড ভায়লেন্সের নানা ঘটনা আছে আমার। কোনটা রেখে কোনটা যে বলবো। একটা আপাতত বলছি,

আমি ইন্সটাগ্রামে একটা স্টোরি আপলোড দিয়েছিলাম। আমার অনেক লম্বা চুল- এই চুল নিয়ে অনেক বাজে কথা শুনতে হয়। সেই চুল ঝাঁকিয়ে একটা ভিডিও স্টোরিতে দেই। এক অপরিচিত লোক সেই স্টোরি রেকর্ড করে নিজের আইডি থেকে পোস্ট করে বলে, “এই মাইজ্ঞাটারে কেউ আনবেন আমার এক বন্ধুর হলুদে নাচামু। টাকাও দিমু বেশ্যারে।”

আমার কাছে এক পরিচিত ফেইসবুক বন্ধু স্ক্রিনশট শেয়ার করে। বুঝাই যাচ্ছে পরিচিত মহল থেকে কেউ ফেইক আইডি উইজ করে কাজটা করেছে।

ওসব পড়ে আমার মাথা ঠিক ছিল না। মনে হচ্ছিল এখুনি আমি চুল কেটে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেই নাহলে চিৎকার করে কাঁদি। আমার খারাপ লাগে যখন মানুষজন আমাকে বুলি করে। বেশ্যাকে গালি হিসেবে নেইনি, কেনই বা নেবো- কিন্তু ওই লোকের ইনটেশনটাই জঘন্য।

Leave a comment